৮ ইউএনওর বদলির আদেশ বাতিল

সময়: 9:17 am - January 22, 2026 |

মানব কথা: দেশের আট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০ জানুয়ারি জারি করা ৮ ইউএনওর বদলির প্রজ্ঞাপন বাতিল করা হলো।

এর আগে মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের সম্মতির পরিপ্রেক্ষিতে ৮ জন ইউএনওকে বিভিন্ন উপজেলায় বদলি করার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

বদলি তালিকায় বরগুনার পাথরঘাটা, চুয়াডাঙ্গার জীবননগর, পিরোজপুরের ভান্ডারিয়া, হবিগঞ্জের বাহুবল, বগুড়ার ধুনট, ফরিদপুরের নগরকান্দা, নেত্রকোনা কলমাকান্দা ও ভোলার চরফ্যাসনের ইউএনওদের নতুন কর্মস্থল উল্লেখ ছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ২২ জানুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। তবে বৃহস্পতিবার ওই আদেশ বাতিল করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর