কক্সবাজারের মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত দুই যুবক

সময়: 12:33 pm - September 16, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে পৃথক দূর্ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন যুবক প্রাণ হারিয়েছে । রোববার (১৫ সেপ্টেম্বর) পৃথক সময়ে এই দুর্ঘটনা সংঘটিত হয়।

নিহতরা হলেন, উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা নবী হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৩) , অপরজন কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী পশ্চিমপাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে রকিয়ত উল্লাহ (৩০)।

স্থানীয়রা জানিয়েছেন, রোববার ভোর রাতে নিজ বসতবাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা ( টমটম) গ্যারেজে টমটম চার্জে দিতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম নিহত হন ।
একইদিন বিকেলের দিকে রকিয়ত উল্লাহ (৩০) নামের ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।

তিনি জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এবং মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্যে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর