চকরিয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। এসময় তাদের আরেক চাচাতো ভাইও পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হলেন, ওই এলাকার জমির উদ্দিনের মেয়ে মিফতাহুল জান্নাত (১০) ও নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন ইমু (৮)। আহত আহাদুজ্জামান (৬) নবী হোসেনের ছেলে।
পরিবারের বরাতে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো তিন ভাইবোন মিলে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সানজিদা ও তার ছোট ভাই আসাদুজ্জামানকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে তাদের বাঁচাতে চাচাতো বোন মিফতাহুল জান্নাত পুকুরে নেমে পড়ে। এ সময় তাদের ডুবে যেতে দেখে চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে
প্রেরণ করা হয়েছে।