নলছিটিতে দুর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম কে কামরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: নলছিটিতে থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে থানা প্রাঙ্গনে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলার ২৩টি পূজা মন্ডপের সভাপতি /সাধারণ সম্পাদক ও নলছিটি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা অংশ গ্রহন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সভাপতি মো. মজিবর রহমান,সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশান্ত কুমার দাস জুনু,শিক্ষক ও সাংবাদিক মিলন কান্তি দাস, উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন শাহীন,পৌর যুবদলের আহবায়ক রুস্তম শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আদিফ হাসান, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক উজ্জ্বল দাস প্রমুখ।