কুমিল্লায় মহানগর ছাত্রদল মন্দির পাহারা দিচ্ছেন

সময়: 3:19 pm - August 9, 2024 |

নিজস্ব প্রতিবেদক :কুমিল্লায় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের উপাসনালয় পাহারা দিচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা। কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর নেতৃত্বে নগরীর শতাধিক মন্দির সংখ্যালঘুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন নেতাকর্মীরা। চলমান সংকটে নাশকতা ঠেকাতে এ কার্যক্রম পরিচালনা করছেন কুমিল্লা মহানগর ছাত্রদল।

জানা যায়, ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুমিল্লায় ব্যাপক ভাংচুর চালায় দুর্বৃত্তরা। সরকারি স্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা করা হয়। এতে সংখ্যালঘুদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে তাদের নিরাপত্তায় এগিয়ে আসে মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী।

নগরীর ঠাকুর পাড়া, রানীর বাজার, তালপুকুর পাড়, কান্দিরপাড়, রামঘাটলা, রাজগঞ্জ, দিগাম্বরীতলা, চকবাজারসহ নগরীর বেশিরভাগ মন্দির এবং হিন্দু পাড়ায় পাহারা দিচ্ছেন তারা। এতে সংখ্যালঘুদের মাঝে স্বস্থি বিরাজ করছে।

এ বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কাজ করছে মহানগর ছাত্রদল। বিশেষ করে আমরা সংখ্যালঘুদের উপাসনালয় এবং তাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছি।

তিনি আরও বলেন, কোনভাবেই যেন দুর্বৃত্তরা তাদেরকে নিশানা করতে না পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করছি। তাছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা সহযোগিতা করছি।

Share Now

এই বিভাগের আরও খবর