শনিবার থেকে চালু হচ্ছে মেট্রোরেল
মানব কথা: আগামী শনিবার থেকে চালু করা হবে মেট্রোরেল। তবে বন্ধ থাকবে কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন। রোববার বিকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সড়ক, মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানিয়েছেন, আমরা মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রধান উপদেষ্টার মতামত জানতে চেয়েছিলাম। তিনি দ্রুততম সময়ের মধ্যে মেট্রোরেল চলাচলের বিষয়ে আমাদের নির্দেশনা দেন। সিদ্ধান্ত মোতাবেক আগামী শনিবার মেট্রোরেল চলাচল শুরু করবে।
সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, সহিংসতায় মেট্রোরেলের দুটি স্টেশন মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। শনিবার মেট্রোরেল চালু হলেও মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে থামবে না। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাকি ১৪টি স্টেশনে যাত্রীরা উঠানামা করতে পারবেন।
তিনি জানান, এখন মেট্রোরেল ব্যবস্থার নানা দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ডিএমটিসিএলের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স, সিগন্যাল সিস্টেম বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা পুরো মেট্রোরেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষানিরীক্ষা করে দেখা হবে।