সহিংসতায় ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন : আইজিপি

সময়: 5:12 pm - August 11, 2024 |

মানব কথা: ছাত্র-গণআন্দোলনে সহিংসতায় ৪২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো: ময়নুল ইসলাম।

আজ রোববার রাজধানীর পল্টনে রাজারবাগ পুলিশ হাসপাতালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতার ঘটনায় পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪২ পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন র‌্যাব সদস্য রয়েছে। এছাড়া বিপুল সংখ্যক আহত হয়েছেন। তাদের মধ্যে রাজারবাগ পুলিশ হাসপাতালেই ৫০৭ জন চিকিৎসা নিয়েছেন।

এছাড়া হামলায় গুরুতর আহত ২৭ জন পুলিশ সদস্য ভর্তি রয়েছেন। যার মধ্যে একজন আইসিইউতে আছেন।

আহতদের চিকিৎসার জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি আহতদের পরিবারকে মানসিক সাপোর্ট ও আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। সূত্র : বাসস

 

Share Now

এই বিভাগের আরও খবর