গৃহ নির্মানে সহায়তা করছেন এডভোকেট ফজলুল হক

সময়: 8:57 am - September 29, 2024 |

মানব কথা: দেশের সেবায় ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন কুমিল্লা বুড়িচং বাকশিমুল গ্রামের কৃতি সন্তান এডভোকেট ফজলুল হক। তিনি আন্তর্জাতিক অঙ্গনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি বাংলাদেশ মুসলিম এসোসিয়েশন অফ মিশিগানের প্রতিষ্ঠাতা সদস্য, বৃহত্তর কুমিল্লা এসোসিয়েশন অফ মিশিগানের উপদেষ্টা মন্ডলীর সভাপতি, বাকশীমূল প্রবাসী কল্যাণ সংগনের উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি, এবং মিসিগান আমেরিকান ডেমোক্রেটিক (ককাস) প্রতিষ্ঠাতা সদস্য, হাজী আবদুল আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ আরো অনেক সংগঠনের দায়িত্ব পালন করছেন।

মরহুম আবদুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল উচ্চ বিদ্যালয়, প্রাথমিক, সুন্নিয়া ইসলামিয়া মাদরাসা এবং বাকশীমুল প্রাথমিক বিদ্যালয়ের বন্যা ক্ষতিগ্রস্ত খেলার মাঠে বালু-মাটি দিয়ে সংস্করণে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

বিশেষ করে তিনি কুমিল্লার বুড়িচংগের গরীব, দুঃখী ও মেহনতী মানুষের বিপদে-আপদে পাশে থেকে সবসময়ই নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন। বুড়িচংগের অসহায় খেটে খাওয়া পরিবারকে গৃহ নির্মানে সহায়তা করছেন এবং হাজী আ: আজিজ ফাউন্ডেসানের সহযোগিতায় বিভিন্ন রাস্তা ঘাটের সংস্কার করেছেন।

 

এলাকাবাসী জানান, দীর্ঘদিন যাবত ফজলুল হক অসহায়দের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করে আসছেন।
বর্তমানে তিনি প্রবাসে থাকলেও দেশের জন্য রয়েছে তার অকৃত্রিম ভালোবাসা। আর সেই ভালোবাসার টানে সুদূর আমেরিকায় বসেও কাজ করছেন বাংলাদেশের মানুষের জন্য।

তিনি বাঘ শিমুল ইউনিয়নে প্রাইমারি স্কুল, মাদ্রাসা ও হাই স্কুল পড়ুয়া গরিব ও মেধাবী ছাত্রদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে স্বাধ্যমত বৃত্তী প্রদান করে আসছেন। ইউনিয়নের সকল মসজিদ-মাদ্রাসায় গরীব এতিম ও বিধবাদের সহায়তা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন মানব সেবায় ব্রত এ মানুষটি। সমাজের প্রায় প্রতিটি ধাপের উন্নয়নমূল কাজে জড়িত ফজলুল হক।

ফজলুল হক বলেন, সব সময় আমি অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করেছি। সামনের দিকেও গরীব, দুঃখী মানুষের পাশে সেবক হয়ে থাকতে চাই। নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে চাই।
তিনি মাদকমুক্ত, দারিদ্রমুক্ত, শিক্ষা বান্ধব এবং বৈষম্যহীন আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চান বুড়িচং উপজেলাকে।

Share Now

এই বিভাগের আরও খবর