সাজেক ভ্রমণে আরও তিন দিনের নিষেধাজ্ঞা জারি
মানব কথা: পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি উপত্যকায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ফের ৩ দিন বাড়িয়েছে প্রশাসন।
নতুন সিন্ধান্ত অনুযায়ী আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার।
শিরীন আক্তার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিন্ধান্ত নিয়েছে প্রশাসন। নতুন সিন্ধান্ত অনুযায়ী ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
পাহাড়ে সাম্প্রতিক সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ দিন সাজেকে ১৫০০ পর্যটক আটকা পড়ে। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছায়।
পরে রাঙামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে ৩ দিনের নিষেধাজ্ঞা জারি করে। তা আরও দুই দফায় বাড়িয়ে ৩ অক্টোবর পর্যন্ত করা হয়।