কক্সবাজার শহরে অবৈধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার শহরে অবৈধ পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে টানা ৪ ঘন্টা শহরের বাহারছড়া, কলাতলী ও আলীর জাহালে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন কক্সবাজার সদর ভূমি সহকারী কমিশনার আরিফ উল্লাহ নিজামী। এ সময় তাকে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় ও এবিপিএন পুলিশ। অভিযানে ৪টি সুপারশপ থেকে আনুমানিক ১০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর ভ্রাম্যমান আদালতে প্রতিটি প্রতিষ্ঠান ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয়। পাশাপাশি সুপার শপের মালিককে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার থেকে বিরত থাকার জন্য সচেতন করা হয়।
উক্ত অভিযান পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা, এবিপিএন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।