কক্সবাজারের গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত লাশ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন পুলিশ।
পুলিশ বলছে , আজ ভোরে ফকিরাঘোনা এলাকায় একটি পানের বরজের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় পানচাষি মহেশখালী থানায় খবর দেন। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। মুখের বিভিন্ন অংশ পচে যাওয়ায় তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরে লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এবিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ বলেন, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। কয়েক দিন আগে ওই যুবককে হত্যা করে দুর্বৃত্তরা পানের বরজের পাশে ফেলে গেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা বের করা সহজ হবে।