কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত আটক
কক্সবাজার প্রতিনিধি: কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্রসহ চারজন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানের নেতৃত্ব দেন নৌবাহিনীর কুতুবদিয়া কন্টিনজেন্ট।
উপজেলার আলী আকবর ডেইল, তাবালের চর, কৈয়ার বিল, উত্তর ধূরুং এবং লেমশিখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) নৌবাহিনী কুতুবদিয়া কন্টিনজেন্ট এ তথ্য জানান।
আটকরা হলেন, ফিরোজ খান ওরফে মঞ্জু ডাকাত, সুজা উদ্দিন, সাহেদ এবং নেসার। তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ১টি একনলা বন্দুক, ১টি দেশীয় রাইফেল, ৬টি কার্তুজ, ৮টি তাজা গোলা, ২টি খালি কার্তুজ, ২টি চাপাতি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। জানা গেছে, এদের বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নৌবাহিনীর সূত্র জানায়, আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌবাহিনীর টহল ও অভিযান নিয়মিত চলবে।
আটককৃতদের উদ্ধারকৃত অস্ত্রসহ কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।