কক্সবাজারে প্রতিমা বিসর্জনে গিয়ে সমুদ্রে ভেসে কিশোরের মৃত্যু

সময়: 11:01 am - October 14, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে যাওয়া কিশোর প্রবাল কান্তি দের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নিখোঁজ হওয়ার পর দিবাগত গভীর রাতে সমুদ্রসৈকতে তার মরদেহ ভেসে আসে।

প্রবাল কান্তি দে ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের প্রবাসী পলাশ কান্তি দের ছেলে।

নিহত প্রবালের চাচা বিপ্লব কান্তি দে জানান, গতকাল রবিবার দুপুরে হরিপুর পূজামণ্ডপ থেকে প্রতিমাবাহী পিকআপে চড়ে অন্য সবার সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে গিয়েছিল ভাতিজা প্রবাল। আনুষ্ঠানিকতা শেষে বিসর্জনের সময় প্রতিমা ধরে অন্যদের সঙ্গে প্রবালও সমুদ্রে নামে। বিসর্জন শেষে সবাই উঠে এলেও প্রবালকে খুঁজে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি সদস্য জুনায়েদ হোসেন জিকু জানান, নিখোঁজের পর থেকে তিনিসহ শিশুটির পরিবার ও তার স্বজনরা কক্সবাজার সমুদ্র এলাকাসহ সৈকতের সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মিলছিল না।

ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতা জিকু দাস নিখোঁজ কিশোরের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর