চাটখিলে বিএনপির রাজনীতিকে সুদৃঢ় করার লক্ষ্যে জিয়া ঐক্য পরিষদ কাজ করে যাবে
আনিছ আহম্মদ হানিফ, চাটখিল উপজেলা প্রতিনিধি: নোয়াখালী চাটখিল উপজেলার ঢাকাস্থ জিয়া ঐক্য পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দ গতকাল রাতে বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, সুপ্রিম কোর্ট বারের সাবেক ৭বারের সাধারণ সম্পাদক সাবেক চাটখিল সোনাইমুড়ী থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমানে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনের সাথে সংগঠনের নেতৃবৃন্দ সদস্যদেরকে নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন কে ফুলের শুভেচ্ছা জানাই। এবং নেতাকে আশ্বস্ত করে বলেন চাটখিল উপজেলায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী কার লক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরিজীবী ব্যবসায়ী ছাত্র সমাজকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই সংগঠনকে শক্তিশালী করে । চাটখিল উপজেলা জাতিয়তাবাদী দলের রাজনীতিকে শক্তিশালী করার সহায় শক্তি হিসাবে কাজ করে যাবেন।
এ সময় পরিষদের নব নির্বাচিত নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন বলেন আমি আশা করি ঢাকাস্ত জিয়া ঐক্য পরিষদ অতীতের মতন চাটখিল উপজেলায় বিএনপির রাজনীতিকে আরো শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে।
তিনি আরো বলেন বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে চাটখিল থেকে আগত নেতৃবৃন্দকে থাকা খাওয়ার আটক নেতা কর্মীদের জাবিন কোর্ট কাছারিতে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি আশা করেন নতুন এই কমিটি ঢাকায় অবস্থানরত সকল পাড়া মহল্লা ইউনিটের জাতীয়তাবাদী দলের আদর্শে যারা আছেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এই সংগঠনকে আরো শক্তিশালী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন কমিটির নতুন পুরাতন সকল কে ধন্যবাদ জানান।