লোকাল ট্রেন চলাচল শুরু

সময়: 7:08 am - August 13, 2024 |

মানব কথা:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতন ঘিরে সহিংসতায় বন্ধ থাকার পর আজ মঙ্গলবার আবারও লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল থেকেই সারাদেশের বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়।

তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। এর আগে গতকাল সোমবার সারা দেশে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।

রেল মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ১৮ জুলাই সারা দেশে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Share Now

এই বিভাগের আরও খবর