কক্সবাজারে তরুণীকে ধর্ষণ, যুবক কারাগারে

সময়: 12:09 pm - October 19, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: দু’জনের ছিলো ৯ বছরের প্রেমের সম্পর্ক। কথা ছিলো বিয়ে করে সুখের সংসার করবে। এর ফলে দু’জনের মধ্যে বাড়ে সম্পর্কের গভীরতা। বিভিন্ন সময় একান্তে সময়ও কাটিয়েছে। এবার সময় প্রেমকে পরিণতি দেয়ার।

তাই ১৬ অক্টোবর প্রেমিকাকে বিয়ের আশ্বাস দিয়ে কক্সবাজার শহরে নিয়ে আসে প্রেমিক মোহাম্মদ রায়হান। কিন্তু বিয়ে না করেই প্রেমিকাকে জোর করে কয়েক দফা ধর্ষণ করে এই প্রেমিক।

স্বজনদের এই খবর দিলে শহরের বাজারঘাটার একটি হোটেল থেকে রায়হানকে আটক করে তরুণীর স্বজনেরা। পরে পুলিশের হস্তক্ষেপে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেও উভয়পক্ষের স্বজনেরা ঘটনাটি সমঝোতার চেষ্টা করেন।

কিন্তু ছেলে পক্ষ কোনো ধরণের সমঝোতায় সায় দেয়নি। শেষে বাধ্য হয়ে প্রেমিক রায়হানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন মেয়ের পরিবার। মেয়ের মা বাদি হয়ে শুক্রবার মামলাটি দায়ের করেন।

মামলায় প্রেমিক রায়হানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদের ২নং ওয়ার্ডের পাঁহাশিয়া এলাকার মোঃ জহিরের পুত্র। তরুণীও একই এলাকার বাসিন্দা।

তরুণী মা বলেছেন, নয় বছরের সম্পর্ক ছিলো তাদের। এর মধ্যে মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করেছিলেন পরিবার। কিন্তু সে বিয়ে ভেঙে দেন রায়হান। তারপরও বিয়ে না মেয়ের সম্ভ্রমহানি করেছে। তার সঠিক বিচার চেয়েছেন তিনি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম নোমান ওসি জানিয়েছেন, এই ঘটনায় তরুণীর মা বাদি হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি ধর্ষণ মামরা রুজু করেছেন। মামলাটি নথিভুক্ত করে আটক যুবক রায়হানকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর