সোনাইমুড়ীতে সন্ত্রাসী হামলায় আহত ৩

সময়: 9:58 am - October 23, 2024 |

মানব কথা: সাজিদ রুবেল (নোয়াখালী) প্রতিনিধি: সোনাইমুড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীর হামলায় ৩ জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনায় ৩ জন আহত হয়েছে।

রবিবার বিকালে উপজেলার ঘোষকামতা এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগে জানা যায়,পূর্ব শত্রæতার জের ধরে উপজেলার ৭ নং ইউপির ঘোষকামতা গ্রামের মৃত সাখাওয়াত উল্যার ছেলে জামাল উদ্দিনের সাথে পাশবর্তী বাড়ির আবদুর জাহেরের ছেলে ইউসুফদের সাথে বিরোধ চলে আসছে।তারই জের ধরে গত রবিবার বিকেলে ইউসুফ ও জামসেদের নেতৃত্যে ২০-২৫ জন বহিরাগত সন্ত্রাসী খরিদকৃত জমিতে ঘর নির্মান কালে বাধা দেয়।এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বহিরাগত সন্ত্রাসীরা ২ লক্ষ টাকা দাবি করে।পরে জামাল উদ্দিন টাকা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে জামাল গংদের উপর ইট পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে পিটিয়ে মোঃ জামাল উদ্দিন,সাইফুল ইসলাম ও অপু কে পিটিয়ে রক্তাক্ত জখম করে।স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে আহত জামাল উদ্দিন বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রতিপক্ষের ইউসুফ বলেন,আমরা তাদের এরিয়া ওয়ালের ভিতরে জায়গা পাই তা দিচ্ছে না। উল্টো আমাদের বাড়িতে তাদের লোকজন হামলা করেছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ মোর্শেদ আলম জানান এ বিষয়ে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি।তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর