সরকারি চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর
মানব কথা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সাথে একজন পরীক্ষার্থী সর্বোচ্চ তিনবার বিসিএস পরীক্ষা দিতে পারবেন।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
গত কয়েক বছর ধরে সরকারি চাকরি প্রত্যাশীদের একটি অংশ সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন।
তাদের এমন দাবির পরিপ্রেক্ষিতে চাকরিতে প্রবেশের বয়সসীমা পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।
বসয়সীমা নির্ধারণের সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বর্তমানে চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর অবসরে যাওয়ার বয়স ৫৯ বছর।
তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর।
সূত্র : বিবিসি