সিন্ডিকেট ভাঙতে কৃষিবাজার তৈরি করবে সরকার

সময়: 10:44 am - October 24, 2024 |

মানব কথা: সিন্ডিকেট ভাঙতে অন্তর্বর্তী সরকার কৃষিবাজার তৈরির উদ্যোগ নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছাতে বিকল্প কৃষিবাজার চালু করার কথা ভাবা হচ্ছে। যেন কৃষক সরাসরি পণ্য বিক্রি করতে পারে।

বৃহস্পতিবার তেজগাঁও বেগুনবাড়িতে ঢাকা শহরের ৫০টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাকে সাধারণ ভোক্তাদের কাছে ভর্তুকি মূল্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বন্যাসহ আরও কিছু কারণে বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে। আবার সিন্ডিকেট ও ফরিয়াদের মজুতসহ নানা কারসাজির কারণেও দাম বেড়েছে।

এই সিন্ডিকেট ভাঙার জন্য ইতোমধ্যে টাস্কফোর্স দীর্ঘমেয়াদি কাজ শুরু করেছে বলেও জানান শ্রম উপদেষ্টা।

তিনি বলেন, বেসরকারিভাবে কৃষক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছে দেওয়ার যে কার্যক্রম শুরু হয়েছে তা আরও ছড়িয়ে দিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর