নরসিংদীতে ট্রাক-সিএনজি সংগর্ষে চালকসহ নিহত ৬

সময়: 9:16 am - October 26, 2024 |

মানব কথা: নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশারচালকসহ ছয়জন নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে ইটাখোলা- মনোহরদী সড়কের শিবপুর উপজেলার পঁচারবা‌ড়ি নামক এই ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাটি নারী-পুরুষসহ পাঁচজন যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে সিএনজিটি শিবপুর উপজেলার পঁচারবা‌ড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমরে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক ও পাঁচ যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন জানান, পঁচারবাড়ি এলাকায় দুর্ঘটনায় সিএনজির চালক ও যাত্রীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে কারো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে বিস্তারিত বলা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর