সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোরের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ছয় দিনের ব্যবধানে মাহমুদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোর মাহমুদ কক্সবাজার সদরের পিএমখালী উত্তর ডিকপাড়া এলাকার মোঃ দিদারের পুত্র।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানভির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছয়জন সহপাঠী মিলে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পানিতে গোসল করতে নামে। গোসল করার এক পর্যায়ে ঢেউয়ের তোড়ে ভেসে যায় মাহমুদ। বন্ধুরা লাইফগার্ড ও বীচকর্মীদের ঘটনাটি জানায়। তল্লাশী চালিয়ে মাহমুদকে মুর্মূষু অবস্থায় উদ্ধার করে লাইফগার্ড সদস্যরা। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সী-সেইফ গার্ডের দলনেতা ওসমান গণি জানান, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গত ১০ দিনের বেশি সময় সাগর বেশ উত্তাল রয়েছে। বিশালকার ঢেউ আঁচড়ে পড়ছে। এসময় সাগরে নেমে গোসল করার ঝুঁকি রয়েছে। তাই পর্যটকসহ সকলকে পানিতে না নামতে নিষেধ করা হচ্ছে। তারপরও অনেকে নিষেধ না মেনে সাগরে নামছে। তাতে প্রবল ঢেউয়ের তোড়ে ভেসে গিয়ে এক সপ্তাহে দুইজনের মৃত্যু হয়েছে।