আশুলিয়ায় বেকারির মেশিনে কাটা পড়ে কর্মচারীর মৃত্যু
মানব কথা: শিল্পাঞ্চল আশুলিয়ায় বেকারির মিক্চার মেশিনে পড়ে ইমরান (২৪) নামের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সোমবার (২৮ অক্টোবর) সকাল সাতটার দিকে আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকার মালা বেকারিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান মাদারীপুরের শিবচর উপজেলার ব্যাংচড়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি আশুলিয়ার টেংগুরি নির্মাণটেক এলাকায় মৃত. মাহাতাবের বাড়িতে থেকে মালা বেকারিতে চাকরি করতেন।
মালা বেকারির শ্রমিকরা জানান, প্রতিদিনের মত সকাল থেকেই ইমরান কাজে যোগ দিয়ে ময়দা মাখাতে থাকেন। অসাবধানতাবশত তার একটি হাত মেশিনে আটকে যায়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান।
বেকারির মালিক ইমদাদুল জানান, ইমরানের বাবা-মা কেউ বেঁচে নেই। দুই বোন আছে। সে ছোটবেলা থেকেই তাদের (ইমদাদুল) বেকারিতে কাজ করতো। সম্পর্কে তাদের চাচা হন তিনি। তারা দুই ভাই (ইমদাদুল ও আনোয়ার) বেকারী পরিচালনা করেন। প্রতিদিনের মতো সকালে ইমরান কাজে আসে এবং অসাবধানতার কারণে ময়দা মিক্চার করার মেশিনে ঢুকে যায়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
আশুলিয়া থানার এসআই মদন শাহা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।