ফলোঅনে পড়ে ব্যাট করছে বাংলাদেশ

সময়: 9:44 am - October 31, 2024 |

মানব কথা: চট্টগ্রাম টেস্ট বিভীষিকাময় হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকেরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও পড়েছে ধসের মুখে। চোখ রাঙাচ্ছে ইনিংস ব্যবধানে হারের শঙ্কা।

৪১৬ রানে পিছিয়ে থেকে ফলোঅন নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে বাংলাদেশ। তবে ১৫ ওভারে ৪৩ রান তুলতেই ভাঙন ধরেছে টপঅর্ডারে, নেই ৪ উইকেট। ৩৭৩ রানে পিছিয়ে থেকে চা বিরতিতে টাইগাররা।

দ্বিতীয় ইনিংসে সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান মিলে সাবধানী শুরুই করেছিলেন। তবে ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই সাদমানকে ফেরালেন ডেন পিটারসেন। কাইল ভেরেইনাকে উইকেটের পেছনে ক্যাচ দেন ব্যক্তিগত ৬ রানে।

এরপর মাহমুদুল হাসান জয়কে (১১) ফেরান ম্যাথুসামি। পরের ওভারে এসে জাকির হাসানকেও ফেরান তিনি। ২৯ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ চা বিরতিতে যাওয়ার ঠিক আগের বলে।

বলা যায় উইকেট বিলিয়ে এসেছেন তিনি। না হয় সেশনের শেষ বলে ডাউন দ্য উইকেটে কেন আসবেন জাকির! উইকেট থেকে বেরিয়ে এসে ডিফেন্ড করতে গিয়ে স্টাম্পড হয়েছেন এই বাঁহাতি (৭)।

এর আগে মঙ্গলবার থেকে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা গড়ে রান পাহাড়। তিন সেঞ্চুরিতে তুলে ৬ উইকেটে ৫৭৫ রান। এরপর টাইগার বোলারদের স্বস্তি দিয়ে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় মাত্র ১৫৯ রানে।

Share Now

এই বিভাগের আরও খবর