কক্সবাজারের সন্ত্রাসীদের গুলিতে চিংড়িঘের শ্রমিকের মৃত্যু

সময়: 8:16 am - November 3, 2024 |

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে সন্ত্রাসীদের গুলিতে মনির আহমেদ (৫৫) নামে চিংড়ি ঘেরের এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) মধ্যরাতে উপজেলার শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পাট্টছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনির আহমদ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা পট্টছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি ঘটনাস্থলের চিংড়ি ঘেরের মালিকানার অংশীদার এবং ঘের দেখভালের দায়িত্বে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ।

তিনি বলেন, রাতে বেশ কয়েকজন শ্রমিক চিংড়ি ঘেরে মাছ ধরছিলেন। সে সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী ঘেরে আকস্মিক হামলা চালায়। এতে সন্ত্রাসীদের গুলিতে মনির আহমেদ গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কায়সার আরও বলেন, ঘটনার সময় দুর্বৃত্তরা বেশ কিছু পরিমাণ মাছ লুট করে নিয়ে যায়। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর