আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের

সময়: 12:22 pm - November 11, 2024 |

মানব কথা: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় আবারো অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকেরা আজ সোমবার দুপুরে ৫২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। তবে দুই ঘণ্টা পর বিকেল ৪টার দিকে আবারো তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন।

কারখানার শ্রমিকেরা জানান, এর আগেও তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বেতন পাননি। তাদের অ্যাকাউন্টে যখন টাকা আসবে, ঠিক তখনই কর্মসূচি প্রত্যাহার করা হবে।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের ছয়টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় তিন হাজার শ্রমিক কাজ করেন। তিন মাস ধরে শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। এর আগে শ্রমিকেরা বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করলে সে সময় শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেতন পরিশোধ করার আশ্বাস দেন। এতে শ্রমিকেরা কাজে ফিরে যান। কিন্তু পরপর কয়েক দফা বেতন পরিশোধের দিন-তারিখ দিলেও কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করেনি। পরে গত শনিবার সকাল পৌনে ৯টায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর আজ বেলা ২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বিকেল ৪টার দিকে আবার মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা।

Share Now

এই বিভাগের আরও খবর