বরিশালে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে স্পাইসি স্টিক রেস্টুরেন্টের শুভ উদ্ভোধন সম্পন্ন

সময়: 5:49 am - August 17, 2024 |

এম কে কামরুল ইসলাম: বরিশালে অত্যাধুনিক মানের খাবারের বিশাল সমাহার নিয়ে স্পাইসি স্টিক রেস্টুরেন্টের শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।

১৬ ই আগষ্ট শুক্রবার বিকাল ৫ ঘটিকায় বরিশাল নগরীর নবগ্রাম রোডস্হ মুনসুর কোয়ার্টারের বিপরীতে এর শুভ উদ্ভোধন করা হয়েছে।উক্ত রেস্টুরেন্টে ফিতা কেটে ও কেক কাটার মাধ্যমে শুভ উদ্ভোধন করেন স্পাইসি স্টিক এর স্বত্বাধিকারী সাব্বির মাহমুদ ইরান।

এসময় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন রোজা শরীফ,অরিন,তানিশা,তিশা আহসান,হাফসা ইসলাম মুন,নুসরাত প্রিয়া,আলিফা আহমেদ,সুমাইয়া দোলা,ফারজানা রুহি,শেহতাজ রুবিন,বিজয় খলিফা,
আলিফ সোনালী, তামান্না, জুনায়েদ, শান্তা খান,আফিফা তালুকদার, শোভা,রুম্পা, মুরাদ সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ।

ফ্রি ৫০০ বার্গার উপহার ও শুভ উদ্ভোধন উপলক্ষে ব্যাপক লোকের সমাগম ঘটে। রেস্টুরেন্টটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।সেলফি জোন ও রিল ভিডিও ষ্ট্যান্ড এর ব্যবস্হা করা হয় গ্রাহকদের জন্য।

উদ্ভোধনকালে স্বত্বাধিকারী ইরান বলেন বর্তমানে সময়ের যুগোপযোগী বাহারী খাবারের পসরা দিয়ে রেস্টুরেন্টটি চালু করেছি যার টেস্ট অন্য দের চেয়ে একটু হলেও ব্যতিক্রমী হবে। উদ্ভোধন উপলক্ষে শুভাকাঙ্ক্ষীদের জন্য ৫শতাধিক বার্গার ফ্রি তে দেয়া হয়েছে শুধুমাত্র প্রচারণার জন্য।

Share Now

এই বিভাগের আরও খবর