বিদ্যুৎ নিয়ে আদানির সাথে হওয়া চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

সময়: 9:19 am - November 13, 2024 |

মানব কথা: বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি পাওয়ারের সাথে হওয়া চুক্তি দেশের স্বার্থবিরোধী ঊল্লেখ করে এই অসম চুক্তি বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম. আবদুল কাইয়ুম এই রিট পিটিশন দায়ের করেন।

এর আগে, গত ৬ নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সাথে সব অন্যায্য একতরফা চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

তখন বলা হয়েছিল, তিন দিনের মাঝে আদানির সাথে হওয়া চুক্তি পুনর্বিবেচনা করার কাজ শুরু না হলে হাইকোর্টে রিট করা হবে।

সূত্র : বিবিসি

Share Now

এই বিভাগের আরও খবর