নলছিটি তালতলা বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি
এম কে কামরুল ইসলাম: ঝালকাঠি নলছিটিতে শীতকালীন শাকসবজি উঠতে শুরু করেছে বাজারে। সরবরাহ বেড়েছে শাকসবজির দামও কমতে শুরু করেছে গত সপ্তাহের চেয়ে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) সকালে নলছিটি একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারের মানভেদে প্রতি কেজি বেগুন ৭০-৮০ টাকা,করলা ৬০-৭০ টাকা,বরবটি ৭০ টাকা,ঢেঁড়স ৬০ টাকা,পেঁপে ২০-৩০ টাকা,কাঁকরোল ৭০-৮০টাকা,গাজর ১৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা,লাউ ৫০ থেকে ৭০ টাকা,শসা ৫০ থেকে ৬০ টাকা,চিচিঙ্গা ৫০থেকে ৬০ টাকা,কাঁচা মরিচ ১৬০-১৮০ টাকা।
শীতকালীন শাকসবজির দামও সহনশীল হচ্ছে টমেটো ১৬০-১৮০টাকা,শিম ১০০-১২০ টাকা, মূলা ৪০-৫০ টাকা,ফুলকপি ৭০-৮০ টাকা,বাঁধা কপি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লালশাকের আটি ২০-২৫ টাকা,পাটশাক ১৫-২০ টাকা,পুঁইশাক ৩০-৪০ টাকা, পালং শাক ৩০ টাকা,কলমি শাক ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, বাজারে সবজির দাম কিছুটা কমে আসায় স্বস্তির নিশ্বাস দেখা গেছে ক্রেতাদের মধ্যে। মারুফ মিয়া বলেন, বাজারে শাক-সবজির দাম অনেকটাই কমে এসেছে। তবে আরেকটু কমলে আমাদের জন্য ভালো হয়৷ সরকার মনিটরিং বজায় রাখলে বাজার নাগালে রাখা সম্ভব।
নলছিটি বিভিন্ন বাজার সরেজমিনে ঘুরে এসব দর যাচাই করা হয়। শাকসবজির কিছুটা দাম কমাতে জনমনে স্বস্তি ফিরেছে। ক্রেতাদের কাছ থেকে এমন অনুভূতি পাওয়া গেছে। দাম কমাতে বিক্রেতারা আগের চেয়ে বেশি বিক্রি করতে পেরে তাদের কাছে ভালো লাগছে বলে জানান।