ঝালকাঠিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে দুই ভাই-বোনের মৃত্যু
মানব কথা: ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার ওষুধ খেয়ে লামিয়া আক্তার (৪) ও রমজান হাওলাদার (৩) নামে দুই চাচাতো ভাই বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখড়পাড়া এলাকায় কামাল হাওলাদারের মেয়ে লামিয়া এবং কামালের ভাই রানা হাওলাদারের ছেলে রমজান। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম।
নিহত রমজানের দাদা আমির আলী হাওলাদার বলেন, গতকাল বুধবার দুপুরে দুজন বাইরে খেলা করছিল। এ সময় কুড়িয়ে পাওয়া ইঁদুর মারার ওষুধ পায় তারা। এক পর্যায়ে ওই ওষুধ তারা খেয়ে ফেলে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে গুরুতর অবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের দুজনের মৃত্যু হয়।
নলছিটি থানার ওসি আবদুস সালাম বলেন, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।