মার্কিন দূতাবাসে গেলেন খালেদা জিয়া
মানব কথা: নিজের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর ২টা ২২ মিনিটে নিজ বাসভবন ফিরোজা থেকে তিনি দূতাবাসের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেছে বিএনপির একটি সূত্র।
সূত্রটি জানিয়েছে, মূলত আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন। এ ছাড়াও সেখানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।
বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়াও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার আছেন।