সচিবালয়ে মহাসমাবেশের ডাক কর্মকর্তা-কর্মচারীদের

সময়: 12:14 pm - November 28, 2024 |

মানব কথা: নয় দফা দাবিতে সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সচিবালয় চত্বরে এক সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর।

এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্মসচিবের অপসারণের দাবিও জানান তারা।

বাদিউল কবীর গণমাধ্যমে জানান, আগামী ৪ ডিসেম্বরের আগে যদি আমাদের ঘোষিত দাবি পূরণের বিষয়ে পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে আমরা ৪ ডিসেম্বর মহাসমাবেশ করব।

নয় দফা দাবি জানিয়ে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের আমলে চাকরিতে অন্যায়ভাবে আরোপিত সব আদেশ প্রত্যাহার ও ভূতাপেক্ষ জ্যেষ্ঠতা প্রদানসহ নিয়মিত চাকরির ন্যায় ভূতাপেক্ষভাবে আর্থিক সুবিধা প্রদানের নির্দেশনা প্রদান করতে হবে।

দাবির মধ্যে আরও রয়েছে, আগের মতো ১০০ শতাংশ পেনশন-গ্র্যাচুইটি প্রথা চালু করা, সব স্তরের কর্মচারীদের জন্য আগের মতো টাইম স্কেল ও সিলেকশন গ্রেড চালু, কর্মকর্তা-কর্মচারীদের বার্ষিক আয়সীমা পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়করমুক্ত রাখা, রাষ্ট্রপতির কার্যালয়ের মতো সচিবালয় ভাতা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতো রেশনিং প্রথা চালু এবং চাকরি থেকে অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৩ বছর বাড়িয়ে বর্ধিত করে ৬২ বছর করা ইত্যাদি।

Share Now

এই বিভাগের আরও খবর