নারী ফুটবলারদের সংবর্ধিত করল বাংলাদেশ সেনাবাহিনী
মানব কথা: সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) রাতে কক্সবাজারের উখিয়া মেরিন ড্রাইভের ইনানিতে সেনাবাহিনীর পাঁচ তারকা হোটেল বে ওয়াচে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাড়াও বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, নারী ফুটবল দল দুই দুইবার চ্যাম্পিয়ন হয়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে উল্লেখ করেন সেনা বাহিনির প্রধান।
সংবর্ধনা অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনী প্রধান এডমিরাল মুহাম্মদ নাজমুল হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল নারী ফুটবলারদের সংবর্ধিত করার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এতে আমাদের নারীরা আরও অনুপ্রাণিত হবেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী নারী ফুটবলারদের কে পুরস্কৃত করা হয়।