সোনাইমুড়ীর নাজমা বেগম জেলার সফল জননী নারী নির্বাচিত

সময়: 10:33 am - December 10, 2024 |

মানব কথা: সাজিদ রুবেল ,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ গ্রামের নাজমা বেগম নোয়াখালী জেলার সফল জননী নারী নির্বাচিত হয়েছেন।সোমবার ৯ ডিসেম্বর দুপুরে নোয়াখালী জেলা প্রশাসক মিলনায়তনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস ৯ ডিসেম্বর উদযাপন উপলক্ষে মহিলা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপী পরিচালিত “জয়ীতা অন্বেষণে বাংলাদেশ ” ২০২৪ বিশেষ কার্যক্রমে তিনি জেলার শ্রেষ্ঠ সফল নারীর পুরস্কার গ্রহন করেন।নাজমা বেগম সোনাইমুড়ী উপজেলার আমিরাবাদ গ্রামের মুন্সিবাড়ির আনোয়ার হোসেন এর সহধর্মিনী।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর নোয়াখালী কামরুন নাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কাজী রফিক উল্লাহ

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানগন, এনজিও, ও জেলার নারী উদ্যোগক্তাবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর