প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট : মির্জা ফখরুল
মানব কাথা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
গতকাল রাতে বিএনপি স্থায়ী কমিটির এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা জানাতেই আজকের সংবাদ সম্মেলন ডাকা হয়।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। সেখানে নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। তাছাড়া নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আর তার প্রেস সচিবের বক্তব্য পরস্পরবিরোধী।