গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৫৭ ঘর

সময়: 8:13 am - December 25, 2024 |

মানব কথা: গাজীপুরে আগুনে পুড়ে গেছে দু’টি কলোনির ৫৭টি ঘর।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে নগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় কলোনিতে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, নগরের কোনাবাড়ির আমবাগ এলাকায় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন পাশের অন্য কলোনিতে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কাশিমপুরের সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিটসহ মোট চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, এ সময় দু’টি কলোনির ৫৭টি ঘরের মালামাল আগুনে পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

সূত্র : ইউএনবি

Share Now

এই বিভাগের আরও খবর