রোহিঙ্গা শরণার্থীদের ১ কোটি ডলার সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া

সময়: 1:03 pm - August 20, 2024 |

মানব কথা: বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে চল‌তি বছরে ১০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে কোরিয়া প্রজাতন্ত্র।

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকাস্থ কোরিয়ান দূতাবাস জানিয়েছে, বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থা ইউএনএইচসিআর, আইওএম, ডব্লিউএফপি এবং ইউএনএফপিএ’র মাধ্যমে চলতি বছরে এই মানবিক সহায়তা দেয়া হবে।

২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের জন্য কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত রেখেছে। সে অনুযায়ী বছরে ৩ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার প্রদান অব্যাহত রেখেছে। এই বছরের তহবিল আগের বছরের তহবিলের তুলনায় তিনগুণ বেশি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে এটিই সবচেয়ে বড়।

Share Now

এই বিভাগের আরও খবর