সফলতা-বিফলতা বুঝি না অভিনয়কে ভালবাসি: সুর্বনা মজুমদার

সময়: 1:13 pm - August 20, 2024 |

মানব কথা: এ প্রজন্মের অভিনেত্রী ফারজানা সুলতানা সুবর্ণা মজুমদার । তার শুরুটা হয় প্রযোজক হিসেবে। এরপর অভিনয়ে নাম লেখান মঞ্চ নাটকের মাধ্যমে। নাট্যদল আরণ্যকের একজন কর্মী তিনি। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন তিনি। সুর্বণা এ পর্যন্ত শতাধিক নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। মাঝে পড়াশোনার জন্য অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও ফের কাজে সরব হয়েছেন এই অভিনেত্রী।

সুবর্ণা মজুমদার “মানব কথাকে” বলেন, অভিনয়ে আমার আদর্শ সুবর্ণা মুস্তাফা। টিভি পর্দায় তার অভিনয় দেখেই নিজেকে অভিনেত্রী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি আমি। মিডিয়ায় নিয়মিত হই ২০১০ সাল থেকে সম্পূর্ণ নিজ উদ্যেগে এ পর্যন্ত আশা। সফলতা-বিফলতা বুঝি না অভিনয়কে ভালবাসি। এখন মন দিয়ে ওটা করতে চাই। আমি ফিউচারিস্ট না, কাজে বিশ্বাস করি, এবং জানি, কেবল কাজ আমাকে বর্তমানে আপনাদের ‘সুর্বনা মজুমদার বানিয়েছে। তাই পরিকল্পনা একটা থাকে কিভাবে দেশে সুস্থ বিনোদন চর্চার সাথে নীজেকে যুক্ত রাখ যায়। আমি অভিনয় শিল্পী, প্রথমে মানুষ তারপর আমার শিল্পী সত্ত্বা এবং পড়াশুনা করেছি আইন বিষয়, তাই মানুষকে আইনি সহযোগিতা করতে চাই আজীবন।
চারিদিকে রুচির দুর্ভিক্ষ চলছে , সবাই- কেন যেন ভিষন অস্থির, চারিদিকে অস্থিরতা বিরাজ করছে। তাই আমার দর্শক ও আপনাদের পাঠকদের কাছে সবিনিয় নিবেদন থাকবে, সুস্থ বিণোদনের সাথে থাকুন, ভালো ভালো নাটক দেখুন, কারন আপনার যাদি ভালো নাটক দেখার চর্চা শুরু করেন। তবে অসুস্থ ধারার সব এমনি বন্ধ হয়ে যাবে।

অভিনয়ের আঙ্গিনায় ফেনীর মেয়ে সুবর্ণা তিনটি সিনেমাতে অভিনয় করেছেন। ওটিটিতেও নিজেকে মেলে ধরতে চান এই অভিনেত্রী। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘অনাবৃত’, এইচ আর হাবিবের ‘জল কিরণ’, সাদেক সিদ্দিকী পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস ‘দেনাপাওনা’ অবলম্বনে টেলিছবি ‘নিরুপমা’।

সুবর্ণা হানিফ সংকেতের ‘ইত্যাদি’ ও ‘পাঁচফোড়ন’-এর নিয়মিত অভিনয় শিল্পী। অভিনয়ের আঙ্গিনায় ফেনীর মেয়ে সুবর্ণার অভিষেক হয় দেবাশীষ বড়ুয়া দীপের নির্দেশনায় ‘ঘটক পাখি ভাই’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প।

Share Now

এই বিভাগের আরও খবর