সোনাইমুড়ি পৌরসভা জামায়াতের কম্বল বিতরণ
সাজিদ রুবেল নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ি পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এইচ ব্রাদার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর হারুনুর রশিদ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন এদেশের সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানুষের দুঃখে-দুর্দশায়, দুর্যোগে মানবিক সহযোগিতা পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামি সব সময় বদ্ধপরিকর।
তাই আগামী দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামিকে আপনাদের খেদমত করার সুযোগ করে দিতে, দেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে ওয়ার্ড সেক্রেটারি নুরুল হকের সঞ্চালনায় এবং হারিস আহমেদের সভাপতিত্বে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি উপজেলা সেক্রেটারি আব্দুল্লাহ বাকের,সোনাইমুড়ি বাজার শাখার সভাপতি মাস্টার গিয়াসউদ্দিন,সেক্রেটারি আনিসুর রহমান,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম,শ্রমিক কল্যাণ ওয়ার্ড সেক্রেটারি জাকির হোসেন, আলোকপাড়া ইউনিট সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে আগত শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।