সোমবার থেকে অস্থায়ী পাস পাবেন সাংবাদিকরা: তথ্য উপদেষ্টা
মানব কথা: আগামীকাল থেকে সচিবালয়ে ঢুকতে সাংবাদিকদের অস্থায়ী পাস দেওয়া হবে। এই পাস নিয়ে সাংবাদিকরা সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। রোববার (২৯ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে তদন্তের স্বার্থে দর্শনার্থী, সাক্ষাৎপ্রার্থী ও সাংবাদিকগণের সচিবালয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল।
এতে আরও বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অ্যাক্রিডিটেশন কার্ড পুনঃমূল্যায়ন করা হচ্ছে, খুব শীঘ্রই নতুন করে স্থায়ী/অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড/ পাস ইস্যু করা হবে। আগামীকাল থেকে সাংবাদিকগণকে অস্থায়ী পাস প্রদান করা হবে।
এদিকে রোববার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, সচিবালয়ে প্রবেশের সব পাস বাতিল করে নতুন করে দেওয়া হবে। আগামীকাল থেকে সাংবাদিকদের প্রবেশে স্বল্প সংখ্যক অস্থায়ী পাস দেওয়া হবে। সচিবালয়ে নতুন পাশের জন্য আবেদন প্রক্রিয়া দ্রুতই জানানো হবে।
এর আগে গত শুক্রবার সচিবালয়ে প্রবেশে বেসরকারি ব্যক্তিদের জন্য দেওয়া সকল অস্থায়ী পাস বাতিল করে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া সাংবাদিকদের জন্য দেওয়া অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে প্রবেশাধিকারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাতিল করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষর করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে এই আদেশ জারি করা হয়েছে।