চাটখিলে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডার মাধ্যমে সমাজ সেবা দিবস পালিত
আনিছ আহম্মদ হানিফ : “নেই পাশে কেউ যার সমাজ সেবা আছে তার” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বর্নাঢ্য আয়োজনে র্যালী ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়।
উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ আহমেদ হানিফ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী। এতে আরো বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধ সাইফুল ইসলাম, পরাণপুর হাফেজিয়া এতিমখানার দায়িত্বশীল সাংবাদিক সিরাজুল ইসলাম হাছান, জুলাই অব জাস্টির্স রোদোয়ান আহমেদ, স্বেচ্ছাসেবী রজব, হালিমাদীঘির পাড় এতিমখানার কোষাধ্যক্ষ ফারুক হোসেন, দৌলতপুর এতিমখানার সুপার মাওঃ নুর আলম, তালতলা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বারিপাড়া সমাজ সেবা উন্নয়নের দায়িত্বশীল আফসার উদ্দিন প্রমুখ।