চাটখিলে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

সময়: 11:05 am - January 2, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই স্লোগানে নোয়াখালীর চাটখিল উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

২ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রথমে বেলুন ও পায়রা উড়িয়ে র‌্যালি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। র‍্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আকিব উসমান, চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন চৌধুরী, পৌরসভা বিএনপির সভাপতি দেওয়ান শামসুল আরেফিন শামিম, সাধারণ সম্পাদক আহসানুল হক মাসুদ, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সভাপতি আনিস আহমেদ হানিফ, জামায়াত নেতা শামসুল আলম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, উপজেলা বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা ও বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনায় ইউএনও মিজানুর রহমান বলেন, তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর