সিলেটে তাফসির মাহফিলে প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি

সময়: 11:05 am - January 7, 2025 |

মানব কথা: সিলেট নগরীতে আনজুমানে খেদমতে কোরআন আয়োজিত ৩৬তম তাফসির মাহফিল শুরু হবে আগামী বৃহস্পতিবার। নগরীর সবচেয়ে বড় এমসি কলেজ মাঠে তিনদিন ব্যাপী এ মাহফিল চলবে ১১ জানুয়ারি শনিবার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি।

১১ জানুয়ারি সকাল ১০টায় তাফসির মাহফিলের মাঠে মহিলাদের উদ্দেশ্যে বয়ান পেশ করবেন আজহারি।

এ ছাড়াও মাহফিলে তাফসির পেশ করবেন ইসলামি চিন্তাবিদ শায়েখ সাইয়্যেদ কামালুদ্দিন জাফরী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুফতি আমির হামজা, মাওলানা সাদিকুর রহমান আনসারী, মাওলানা আবদুল্লাহ আল আমিন, শায়েখ ইসহাক আল মাদানিসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।

মাহফিল সফল করতে গত ১৫ দিন থেকে সিলেট শহর ও শহরতলীতে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সড়ক মহাসড়কের পয়েন্টে পয়েন্টে ডিজিটাল সাইনবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে। দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। দিনরাত শহরের রাজপথ ও অলি গলি জুড়ে মাইকিং চলছে।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ও আনজুমানে খেদমতে কোরআনের সহ-সভাপতি হাফিজ মাওলানা আবদুল হাই হারুন মাহফিল সম্পর্কে বলেন, এই মাহফিলের মাধ্যমে দীর্ঘ এক যুগ পরে সিলেটের ইসলামপ্রিয় মানুষ মুক্ত পরিবেশে কোরআনের তাফসির মাহফিলে শরীক হতে পারবেন। আমাদের ধারনা মাহফিলে পাঁচ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, সিলেটের মানুষ এই মাহফিলের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে। তিনি সিলেটবাসীকে মাহফিল সফল করতে এগিয়ে আসার আহবান জানান।

এ দিকে, তাফসির মাহফিলকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সিলেট মেট্রোপলিটান পুলিশ এসএমপি। এসএমপি কমিশনার রেজাউল করিম তাঁর দলবল নিয়ে ইতোমধ্যে মাঠ পরিদর্শন করে পুলিশ বাহিনীকে নিরাপত্তার বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাফসির মাহফিলে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা মাথায় নিয়ে কাজ করছে।

Share Now

এই বিভাগের আরও খবর