জিয়াউর রহমানের সমাধিতে গণপূর্তের ডিপ্লোমা প্রকোশলীদের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ( ডিআইইবি) গণপূর্ত অধিদপ্তর শাখার আহ্বায়ক কমিটি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠান কর্মসূচি পালন করেন তারা।
শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা,আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত স্বদেশ প্রত্যাবর্তণ জন্য দোয়া করা হয়।
কর্মসূচি শেষে নেতারা সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালদের অঙ্গিকার ব্যক্ত করেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিআইইবি) গণপূর্ত অধিদপ্তর শাখার আহবায়ক প্রকৌশলী এস এম আমিরুজ্জামান বিলাশ ও সদস্য সচিব প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম রহি, যুবদলের কেন্দ্রিয় কমিটির সদস্য প্রকৌশলী কে এম কামরুজ্জামান নয়ন, ডিআইইবির কেন্দ্রিয় কমিটির সভাপতি ও অন্তর্বর্তীকালিন কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য ইবনে কজন সাইফুজ্জামান, সহ-সভাপতি মোঃ আবেদুর রহমান, যুগ্ম-সদস্য সচিব মোঃ সোলায়মান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও আইডিইবি অন্তর্বর্তীকালিন কেন্দ্রিয় কমিটির সদস্য মোঃ শাহাবুদ্দিন সাধু, আইন বিষয়ক সম্পাদক এস কে মাহমুদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নিহাদুল ইসলাম, কেন্দ্রিয় কমিটির সদস্য রাশেদুল হাসান রাশেদ, শাহাদাত আনিল চৌধুরী লিটন, পাবিউল করিম রুপম, মোঃ হানিফ, মারুফ হোসেন, এনামুল হক মিলন, মফিজুল ইসলাম মেহেদী, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্য এ এইচ এম আহসান উল হক কোরাইশী, মোঃ হুমায়ুন কবির, আব্দুল মাবুদ মোল্লা, মোঃ খোরশেদ আলম, মোঃ নূর উদ্দিন, মোঃ শিহাব শফিক, মোঃ মনজুল মুসতাক, মোঃ সামাদ আজাদ, মো: আবুল বাশার, মোঃ নূরনবী মিলন, মো: আবু নাছের চৌধুরী, মো: মাজহারুল খাব, মো। নাহারুল ইসলাম মো. আনোয়ার পারভেজ, মোঃ আনোয়ার হোয়াইন, মো. নিয়াজুল ইসলাম, মো। ইউসুফ আলী, মো। মোস্তাফিজুর রহমান, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ দিদারুল ইসলাম, গাজী মোঃ তহিদুজ্জামান তপু, মোঃ হেলাল হোসেন, থো। হাসেল খান, আব্দুল হালিম, মো। সবুজ হোসেন, মোঃ শাহিন আলম, মোঃ ফজলুর করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মানব কথা/এসএস

















