সোনাইমুড়ী বাজার বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন

সময়: 1:24 pm - January 20, 2025 |

সাজিদ রুবেল: সোনাইমুড়ী বাজারের ব্যবসায়ী বৃন্দের আয়োজনে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে বণিক সমিতির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন; সমিতির নবগঠিত কমিটির আহবায়ক ও অল স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাহাব উদ্দিন, সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোরশেদ আলম সহ বণিক সমিতির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব, সদস্য গণ ও বাজারের সাধারণ ব্যবসায়ী বৃন্দ। এই সময় জনাব সাহাব উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্য করে লিখিত বক্তব্যে বলেন, “ আপনারা জানেন বিগত ১৫ বছর ফ‍্যাসিস্ট হাছিনার দোষররা সোনাইমুড়ী বাজারে কোন কমিটি করতে না দিয়ে নামে মাত্র পকেট কমিটি দিয়ে বাজারের সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেছে, চাঁদা দিতে না পারলে অনেক ব‍্যবসায়ীর ব‍্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। ফুটপাত দখল করে বাজার যানজট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলেছে। ৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে ফ‍্যাসিস্ট হাসিনার পালানোর সাথে সাথে তার দোসররা ও পালিয়েছে। তাই সোনাইমুড়ী বাজারের ব্যবসায়ীদের কল‍্যানের জন‍্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজন হয়, এরই প্রেক্ষিতে ব‍্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক করে ৪৩ জনের একটি নিরপেক্ষ আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হিসাবে আমি আপনাদের সামনে অঙ্গীকার করছি আগামী ৬ মাসের মধ্যে এই কমিটি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দায়িত্ব বুঝিয়ে দিবে ,ইনশাআল্লাহ । উপস্থিত সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার শুভেচ্ছা বক্তৃতায় নব গঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, “ আপনারা বাজারের আইন শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে থাকবে, আপনারা যতদিন দায়িত্ব আছেন অবশ্যই ব‍্যবসায়ীদের জন‍্য ব‍্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের পাশাপাশি ক্রেতা সাধারণের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন যাতে কোনো ব্যবসায়ী ৫ টাকা পণ‍্য ৫০ টাকায় বিক্রি করতে না পারে।” তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “ আপনারা বরাবরের মত অন‍্যায়, অপরাধ, দুর্নীতি ও চাঁদাবাজির তথ‍্য আপনাদের লেখনির মাধ্যমে আমাদের কে জানিয়ে সহযোগিতা করবেন” সবশেষে নবগঠিত কমিটির আহবায়ক জনাব মোঃ সাহাব উদ্দিন সাংবাদিকদের ধন‍্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের পরিসমাপ্তি ঘোষণা করেন

Share Now

এই বিভাগের আরও খবর