চাটখিল পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার

সময়: 3:00 pm - January 20, 2025 |

আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ক্লোসফিস ইয়াবা ট্যাবলেট সহ দুই নারীকে গ্রেফতার।
গত কাল রাতে চাটখিল থানা পুলিশ চাটখিল উপজেলার ১ নং সাহাপুর ইউনিয়নের সোমপড়া বাজারের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে বাজারের উপজেলা পুলিশ অভিযানে ১,৬০০ (এক হাজার ছয় শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে।

নোয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ আল ফারুক এর সার্বিক দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার মনীষ দাশ, চাটখিল সার্কেল এর তত্ত্বাবধানে এবং চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, চাটখিল থানা, নেতৃত্বে এসআই (নিরস্ত্র) এস আই /মোঃ আলমগীর হোসেন, এসআই (নিরস্ত্র)/মোঃ শাহজাহান, এএসআই(নিরস্ত্র) ইমরান হোসেন এ এস আই মোঃ বিল্লাল হোসেন, এ এস আই (নিরস্ত্র) রিপন কান্তি দাশ,এ এস আই (নিরস্ত্র) আঃ আলীম ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চাটখিল থানাধীন ০১ নং শাহাপুর ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের প্রসাদপুর (ইসমাইল পালের বাড়ী) সাকিনস্থ ধৃত আসামীর দো-চালা টিনের বসত ঘরের শয়ন কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করিয়া নং আসামী আসমা বেগম (৩৪), পিতা- নুরুজ্জামান, স্বামী- মোঃ ইউনুছ প্রকাশ ইউনুছ ফকির, মাতা- কহিনুর বেগম, সাং- রাজারামপুর (আলতু মিয়ার বাড়ী), ওয়ার্ড নং ২নং ৭ মোহাম্মদপুর ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী,বর্তমান-সাং- অহিদ ম্যানশন,২৪২/২, পুরাতন পুলিশ কোয়াটার্স, ওয়ার্ড নং-১৬, ফেনী পৌরসভা, থানা- ফেনী সদর, জেলা- ফেনী, পিতার স্থায়ী ঠিকানা- নাংলাপাতা (আব্দুর রশিদ ফরাজী বাড়ি), ০৫ নং ওয়ার্ড, ০৮ নং চরকলমী ইউনিয়ন, পোঃ আঞ্জুর হাট, থানা- চর ফ্যাশন, জেলা- ভোলা, ০২। পারভীন আক্তার (৪০), স্বামী-সুজায়েত উল্যাহ প্রঃ সুজন প্রঃ সুজা, মাতা- মৃত ফজরের নেছা, সাং- প্রসাদপুর ( ইসমাইল পালের বাড়ী), ০৪ নং ওয়ার্ড, ০১ নং শাহাপুর ইউপি, থানা- চাটখিল, জেলা- নোয়াখালী। আটক মহিলাদের হেফাজত হইতে ১,৬০০ (এক হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক এসআই (নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন জব্দ করেন। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। এই ঘটনায় সাংবাদিকেরা অফিসার ইনচার্জ কে প্রশ্ন করলে তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের এই মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কারন চাটখিল উপজেলায় ছাত্র ও যুব সমাজ এই মাদকের ভয়াল ছোবল আক্রান্ত হয়ে সমাজের নানা অপরাধের সাথে জড়িত হচ্ছে তাদের এ মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করা পর্যন্ত মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর