বিএনপি নেতার ভয়ে দেশ ছাড়লেন আমেরিকান প্রবাসী

সময়: 4:32 pm - January 20, 2025 |

মানব কথা: আমেরিকা প্রবাসী মাসুদ আলমের ওপর হামলার ঘটনায় হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহবায়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে অবশেষে পুলিশ মামলা নিয়েছে ।

গত বুধবার গণমাধ্যমে ‘নিয়ন্ত্রনহীন দখল-চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বুধবার রাতে হাতিরঝিল থানা পুলিশ মামলা গ্রহণ করে। মামলায় প্রবাসী মাসুদ আলম উল্লেখ করেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নাগরিক। যুক্তরাষ্ট্র থেকে নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে এই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তার জীবনের কষ্টার্জিত অর্থ দিয়ে হাতিরঝিল থানাধীন বাগিচার টেক এলাকার ১৯/সি একটি প্লট ক্রয় করে ভোগ দখল করে আসছেন। গত ১ জানুয়ারি হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকার সাইফুল, বিল্লাল, রাকিবুল, মহিউদ্দিনসহ ২০/২৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তার জমি দখল করার জন্য তাকে মারধর করে জমি ছেড়ে দিতে হুমকি দেয়। সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি মারধর ও জখম করে। দায়ের করা মামলায় আসামীর তালিকায় চার জনের নাম উল্লেখ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর