চাটখিলে মাইন উদ্দিন সুমনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আনিছ আহম্মদ হানিফ: নোয়াখালীর চাটখিলে জিয়াউর রহমান সাংস্কৃতিক কল্যাণ পরিষদ ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সুমনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
সোমবার সন্ধ্যায় উপজেলার নোয়াখলা ইউনিয়নের সাত্রাপাড়া সহ বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর জিয়াউর রহমান সাংস্কৃতিক কল্যাণ পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সুমনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আজম জগলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ।
আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল পাটোয়ারী লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম জনি প্রমুখ।
কম্বল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, বাবু, মিলন হোসেন, টিপু, পেয়ার হোসেন, নাসির উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন শীতে মানুষ অনেক কষ্ট ভোগ করতেছে, তাই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাই আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান আপনারা আপনাদের সমর্থন অনুযায়ী শীতার্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিন।