অধস্তন আদালতে রাষ্ট্রপতির নিয়ন্ত্রণের বিধান বাতিলে রিটের শুনানি অনুষ্ঠিত
সময়: 12:30 pm - January 23, 2025 |
মানব কথা: বাংলাদেশের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের বিচারকদের কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি ও ছুটি এবং শৃঙ্খলা বিধানের ক্ষমতা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত।
এই অনুচ্ছেদের কারণে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় গঠন থেমে আছে উল্লেখ করে অনুচ্ছেদটি ‘অসাংবিধানিক’ ঘোষণা চেয়ে করা রিটের ওপর শুনানি হয়েছে হাইকোর্টে।
গত বছরের ২৫ আগস্ট হাইকোর্টের ১০ জন আইনজীবী ১১৬ অনুচ্ছেদ অসাংবিধানিক ঘোষণা চেয়ে রিট করেন। রিট আবেদনে বলা হয়, অধস্তন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকার কারণে রাষ্ট্রের নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ দেখা যায় যা বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করে।
পরে ২৭ অক্টোবর, ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ বিষয়ে হাইকোর্ট রুল জারি করেন। ওই রুলের ওপর শুনানি হয় বৃহস্পতিবার।
সূত্র : বিবিসি