কুমিল্লা গণপূর্ত বিভাগের প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামানের বেপোরোয়া দুনীর্তির অভিযোগ

সময়: 11:56 am - August 26, 2024 |

মানব কথা: ছাত্রলীগ নেতা কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামানের বেপোরোয়া ও সীমাহীন দুনীর্তির অভিযোগ রয়েছে ।

প্রকৌশলী রাশেদ কুমিল্লা সদর আসনের সাবেক এমপি মহানগর আওয়ামীলীগ সভাপতির দাপট দেখিয়ে টেন্ডার বানিজ্য করে চলছে।
২০২৩-২০২৪ অর্থ বছরে এপিপির কাজ ক্রয় পরিকল্পনায় এলটিএম থাকলেও তার পছন্দের ঠিকাদারদের কাজ দেওয়ার জন্য মোটা কমিশনের বিনিময়ে কাজ দিচ্ছেন। প্রধান প্রকৌশলী গণপূর্তে অধিদপ্তর, ঢাকার প্রজ্ঞাপন অমান্য এলটিএম পদ্ধতির পরিবর্তে ওটিএম পদ্ধতিতে দরপত্র করে চলছে।

ফ্যাসিবাদ সরকারের অন্যতম দোসর নির্বাহী প্রকৌশলী রাশেদ ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর গুলি চালাতে আওয়ামীলীগ নেতা বাহার কে প্রচুর টাকা দিয়ে সহযোগিতা করেন।

এ বিষয়ে কুমিল্লা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নুরুল আমীন মিয়া বলেন, এই রকম হওয়ার কথা আমি ফাইল পত্র দেখছি বলে এড়িয়ে যান। ইজিপি টেন্ডার আই ডি নং ৯৭৯৩৯২ কাজটি তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তরে ওটিএম পদ্ধতিতে হয়। কুমিল্লা গণপূর্ত বিভাগের ২০২৩-২০২৪ অর্থ বছরে ৮০% কাজ ওটিএম পদ্ধতিতে দরপত্র আহবান করেছেন যার আইডি নং ৯৮৭২৯৭, ৯৮৭১২৬, ৯৮৭০৯২, ৯৮৭১০১, ৯৮৭১১২, ৯৮৭১১৮, ৯৮৭০৯৮, ৯৭৯৩৬৬, ৯৭৯৯৫৮, ৯৮৪১৯৫, ৯৫৮৮৭৭, ৯৫৯০২৩, ৯১৯১৪৪, ৯৩৯২৪০, ৯৩৯২৩৯, ৯৩৯২৪৮, ৯৩৬৬১৮, ৯৩৭১৯১, ৯৩৩১৪২, ৯৩৭১৪৮ আরও অসংখ্য আইডি।

এইসব বিষয়ে জানতে চাইলে কুমিল্লা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুজ্জামান কোন মন্তব্য না করে অফিসে আসতে বলেন।

এসএস//

Share Now

এই বিভাগের আরও খবর