গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ ১৩০৮ জন আটক

সময়: 2:25 pm - February 9, 2025 |

মানব কথা: গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ এখন পর্যন্ত ১৩০৮ জনকে আটক করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্টে’ এখন পর্যন্ত ১৩০৮ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মেট্রোতে রয়েছেন ২৭৪ জন। আর রেঞ্জে ১০৩৪ জন।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে জেলায় শিক্ষার্থী ও বেসামরিক নাগরিকদের ওপর সহিংস হামলার পর দেশব্যাপী অভিযান শুরু করে সরকার।

এর পরিপ্রেক্ষিতে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে আইনশৃঙ্খলা রক্ষা ও দোষীদের বিচারের আওতায় আনতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়।

Share Now

এই বিভাগের আরও খবর